উত্তরায় হাসপাতাল চক্রের বিরুদ্ধে অপচিকিৎসা ও রোগীর মৃত্যুর অভিযোগ

ইব্রাহিম হাসান, উত্তরা (ঢাকা): রাজধানীর উত্তরায় গড়ে উঠেছে একাধিক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের চক্র। অপচিকিৎসা, রোগীর মৃত্যু এবং প্রতারণার অভিযোগ উঠেছে ইউএসবি হাসপাতাল, আর্ক হাসপাতাল এবং সবুজ বাংলা ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে।

এই প্রতিষ্ঠানগুলোর পেছনে নাম এসেছে একজনের—মোবারক হোসেন। তিনি সবগুলো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

গত ২২ সেপ্টেম্বর উত্তরা রাজউক কলেজের বিপরীতে অবস্থিত ইউএসবি হাসপাতালে এক ব্যক্তির মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, অপচিকিৎসার কারণেই তিনি মারা যান। এ সময় হাসপাতালে হট্টগোল শুরু হলে চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা একে একে পালিয়ে যান।

আইসিইউ-তে দায়িত্বে থাকা ডাক্তার সানকে মাদকাসক্ত বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। তাঁর ডাক্তারি সনদ যাচাই করেও বৈধতা পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

নিহতের পরিবার অভিযোগ করে জানায়, বিষয়টি ধামাচাপা দিতে মোবারক হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেন।

ইউএসবি হাসপাতালটি একটি আবাসিক ভবনে গড়ে তোলা হয়েছে। যার কোনো বাণিজ্যিক অনুমোদন নেই।
এর আগে দক্ষিণখানের আর্ক হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে বিপাকে পড়েন ফটোসাংবাদিক শরীফ। তিনি অভিযোগ করেন, ওই হাসপাতালে চিকিৎসার নামে প্রতারণার শিকার হয়ে মৃত্যুর মুখে পড়েছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, এসব প্রতিষ্ঠানে চিকিৎসা শুরু করার আগে অযথা টেস্ট দেওয়া হয় এবং রোগীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নেওয়া হয়। মূলত প্রতারণার মাধ্যমে চিকিৎসার নামে ব্যবসা চালাচ্ছে এই হাসপাতালগুলো।

সূত্র জানায়, মোবারক হোসেন একসময় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল (বাংলাদেশ মেডিকেল) থেকে রোগী সরবরাহ করতেন। রোগী দালালির মাধ্যমেই পরে হয়ে ওঠেন হাসপাতালের মালিক।

অভিযোগের বিষয়ে মোবারক হোসেনকে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “এটা মীমাংসা হয়ে গেছে। আপনি কি ছিলেন সেখানে?”

আবাসিক ভবনে হাসপাতাল পরিচালনার বিষয়ে প্রশ্ন করলে তিনি জানান, “আমার প্রেস সচিব কথা বলবেন।”
পরে তাঁর প্রেস সচিব রোহান খান সোহেল বলেন, “ভাই শরীফ ভাই আমাদের এখানে তো আসেন। উনারা তো লাশ নিয়ে গেছেন।”