
রাজধানীর উত্তরা পশ্চিম থানা ১ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয় উত্তরা ৩ নং সেক্টর কল্যাণ সমিতির সামনে থেকে। শোভাযাত্রাটি রাজলক্ষ্মী দুই নম্বর রোড অতিক্রম করে উত্তরা সায়িদ গ্র্যান্ড পর্যন্ত গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের হাতে লিফলেটের মাধ্যমে তুলে ধরা হয়। এতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়।
লিফলেট বিতরণ কার্যক্রমে ১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।