সুমা আক্তার, নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার দক্ষিণখানের কোটবাড়ীতে ভাই ভাই হোটেল থেকে ৮০ পিছ ইয়াবাসহ এক নারীকে আটক করে দক্ষিণখান থানা পুলিশ। সোমবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে এএসআই সামাদের নেতৃতে মোসাঃ হাসিনা (৩০) নামে নারীকে আটক করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাসিনা জানান; সে ও তার স্বামী দীর্ঘদিন যাবত জসিম নামে এক ব্যক্তির সাথে ব্যবসা করে আসছে। হোটেলের মালিক সোহেল ক্রাইম পেট্রোল বিডিকে জানান; তার হোটেলে অনেকে খেতে আসেন; কিন্তু তারা কিসের ব্যবসা করে বা কোথায় থাকে তা তো আমি জানি না, তবে ছবি তুলতে গেলে সাংবাদিকের দিকে তেরে আসেন ভাই ভাই হোটেলের ম্যানজার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।
ভিডিওঃ


