উত্তরার মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

ঢাকা, ১৬ অক্টোবর: রাজধানীর উত্তরা ৮ নম্বর সেক্টরে অবস্থিত মালেকাবানু আদর্শ বিদ্যানিকেতনে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শরিফুল ইসলাম টুটুল এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য সাগর আহমেদ আলী

প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “মালেকাবানু আদর্শ বিদ্যালয়ের প্রকৃত উন্নয়ন হয়েছিল বিএনপি সরকার ১৯৯১ সালে ক্ষমতায় আসার পর। কিন্তু গত ১৭ বছরে বিদ্যালয়ের তেমন কোনো উন্নয়ন হয়নি, কোনো অনুদানও আসেনি। কে এমপি হলো, কে কী করল—সেটা আমার দেখার বিষয় নয়। ইনশাআল্লাহ, জনগণের ভোটে বিএনপি আবার ক্ষমতায় এলে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হলে এই বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “শিক্ষকদের প্রতি আমার অনুরোধ—শিক্ষার্থীদের প্রতি আরও স্নেহশীল ও যত্নবান হতে হবে। বাচ্চারা খেলবে, দৌড়াবে, দুষ্টুমি করবে—এটাই তাদের স্বভাব। তাদের শাসন না করে ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। আমরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সর্বোচ্চ সহযোগিতা করব।”

বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন এই ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সেতুবন্ধন ও সম্প্রীতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উচ্ছ্বাস।