এস এম মনির হোসেন জীবন : রাজধানীর উত্তরায় ওয়াইড ভিশন কলেজের একাদশ শ্রেনীর মেধাবী শিক্ষার্থী আরিয়ান আক্তার রোকসানা (১৬) কে অপহরনের ঘটনায় অপহরনকারী মো: আব্দুল রহিম (২৫) ও তার চাচা মো: খাদেমুল (৩০)কে পুলিশ গ্রেফতার করে এবং ভিকটিমকে পুলিশ উদ্বার করেন। বৃহস্পতিবার অপহরন মামলায় দুই আসামীকে নীলফামারী জেলার সৈয়দপুর থানার বকশাপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে উত্তরা পশ্চিম থানা ও সৈয়দপুর থানা পুলিশ তাদেরকে গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন উত্তরা পশ্চিম থানার এসআই মো: মাহবুবুর রহমান,এএসআই মো: শাহআলম, সৈয়দপুর থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান ও এএসআই আজাহার আলী। শুক্রবার সকালে উত্তরা পশ্চিম থানা পুলিশ ধৃত দুই আসামীকে জিঞ্জাসাবাদ শেষে ঢাকার পুলিশ সেফকাস্টরি (আদালতে) পাঠিয়েছে। শুক্রবার বিকেলে ভিকটিম শিক্ষার্থী আরিয়ান আক্তার রোকসানা (১৬) ঢাকার সিএমএম (ম্যাজিষ্ট্রেট আদালতে) আদালত নম্বর -১৪ এর নারী ও শিশু আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন ২২ ধারায় রোকসানার জবানবন্দী রেকড করেন ও শুনেন। পরে বিঞ্জ ম্যাজিষ্ট্রেন শুনানী শেষে অপহরন মামলার বাদী এস,এম,মনির হোসেন জীবন এর নিকট ৫০০০ (পাঁচ) হাজার টাকার মুচলেকায় জিম্মায় দেয়। উত্তরা পশ্চিম থানার মামলা নম্বর ৩৫(১০)২০১৮। নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ অপহরন ও সহায়তার অপরাধ।

মামলার বিবরণ সুত্রে জানা যায়, গত ১৪-১০-২০১৮ ইং তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে টঙ্গীর নিজ বাসা থেকে বের হয়ে উত্তরা ৭ নম্বর সেক্টর ওয়াইড ভিশন কলেজে আসেন। এরপর সে বেলা আনুমানিক ১১টা ১৫ মিনিটের সময় উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরস্থ সাঈদ গ্রান্ড সেন্টারে প্রশ্ন পত্র ফটোকপি করার জন্য গেলে আরিয়ান আক্তার রোকসানা (১৬)কে কৌশলে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ভাবে রাস্তার উপর থেকে অপহরণ করে সিএনজিতে করে নিয়ে যায় মো: আব্দুল রহিম (২৫) ও তার সহযোগী মো: আব্দুল কাদের (৩২)। পরবের্তীতে অপহরনকারীরা ঢাকার ডেমরা ও গাজীপুরে নিয়ে কাদেরের বাসায় রোকসানাকে আটকে রাখে। পরে অপহরনকারী চক্রের সদস্যরা সুযোগবুঝে গাজীপুর থেকে গাড়ীতে করে রোকসানাকে নীলফামারী জেলার সৈয়দপুর থানার বকশাপাড়া এলাকায় অপহরনকারী রহিমের নানা বাড়িতে নিয়ে আতœগোপনে রাখে।
পরবর্তীতে উত্তরা থেকে কলেজ ছাত্রী অপহরনের ঘটনায় শিক্ষার্থী আরিয়ান আক্তার রোকসানা (১৬) মামা উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাসসে’র সাংবাদিক এস,এম,মনির হোসেন জীবন বাদী হয়ে মো: আব্দুর রহিম (২৫) পিতা মো: বাবুর মিয়া, গ্রাম বকশা পাড়া থানা – সৈয়দপুর জেলা – নীলফামারী। (২) মো: খাদেমুল (৩০) পিতা অঞ্জাত (৩) মো: আব্দুল কাদের (৩২) পিতা অঞ্জাত (৪) মো: নুরুল ইসলাম (২২) পিতা মো: আবেদ আলী (৫) মো: মাসুদ রানা (২১) পিতা মো: জামরুল সর্ব সাং গ্রাম বকশা পাড়া থানা – সৈয়দপুর জেলা – নীলফামারী মোট ৫জনকে আসামী করে গত ১৭ অক্টোম্বর ২০১৮ ইং তারিখে উত্তরা পশ্চিম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭/৩০ অপহরন ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ৩৫(১০)২০১৮ ইং। আরিয়ান আক্তার রোকসানা (১৬) পিতা মৃত এন্তাজ মিয়া, মাতা আমেলা খাতুন, গ্রাম পূর্ব আরিচপুর, বাইলজুরীর বাড়ি, থানা-টঙ্গী পূর্ব থানা জেলা জেএমপি। উত্তরা ৭ নম্বর সেক্টরস্থ ওয়াইড ভিশন কলেজের মানবিক শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী। ইতি পূর্বে বিবাদী মো: আব্দুর রহিম রোকসানাকে কলেজে আসা যাওয়ার পথে বিভিন্ন ধরনের ইভটিজিং সহ বিভিন্ন ধরনের অসামাজিক কথাবার্তা বলতো বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) মো: মাহবুবুর রহমান জানান, কলেজ শিক্ষার্থী অপহরন ও সহায়তার অপরাধ সংক্রান্ত মামলার প্রধান আসামী মো: আব্দুর রহিম ও তার চাচা মো: খাদেমুলকে ইতি মধ্যে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিম আরিয়ান আক্তার রোকসানা (১৬) ঢাকার সিএমএম (ম্যাজিষ্ট্রেট আদালতে) আদালত নম্বর -১৪ এর নারী ও শিশু আদালতের ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ দিদার হোসাইন ২২ ধারায় রোকসানা জবানবন্দী রেকড করেন ও শুনানী করেন।
তিনি আরো জানান, পরবর্তীতে ধৃত ২ আসামীকে রিমান্ডের আবেদন করা হবে। মামলার অপর ৩ আসামীকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান চলমান আছে।


