উত্তরায় গ্যাস পাইপ লাইনে ফাটল

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় হাউজ বিল্ডিং এলাকায় সড়কে হঠাৎ করে গ্যাস লাইনে গ্যাসের চাপে পাইপ ফেটে য়ায়। এতে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দু’টি টিম ও গ্যাস কোম্পানির একটি টিম কাজ করছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১০টা ৫১ মিনিটে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতর কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা পাইপ মেরামতের কাজ করছেন। পাইপের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছে। আগুন বা ধোঁয়া নেই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।