নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরায় গতকাল বিকাল ৫ ঘটিকার সময় এক ব্যবসায়ীর কাছে থেকে প্রতারণার মাধ্যমে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতেনাতে দুই ভুয়া সাংবাদিককে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরা হলেন হাফসা আহম্মেদ মিতু ও শাহীন নামে দুই ভুয়া সাংবাদিক। উত্তরা পশ্চিম থানা থেকে জানা যায়; গত বেশ কিছু আগে ওই ব্যবসায়ী তার প্রতিষ্ঠানের কিছু মালামাল নিয়ে গাড়ী যোগে যাচ্ছিলেন; শাহীন নামের এক লোক তার গাড়ী গতিরোধ করে জানতে চান এই মাল কার; তিনি জানান এইটা তার প্রতিষ্ঠানের মালামাল।
সাংবাদিক পরিচয় দেওয়া শাহীন তার মালামাল চুরির বলে ব্যবসায়ীর কাছে টাকা দাবী করেন। ব্যবসায়ী মোবাইল ও মালামাল রেখে দিয়ে কয়েকদিন পর তাকে ২ লাখ টাকা নিয়ে দেখা করতে বলেন। ব্যবসায়ী প্রশাসনকে বিষয়টি জানলে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করেন পুলিশ। ব্যবসায়ী ফোন দিয়ে শাহীনকে টাকা নেওয়ার জন্য উত্তরা আব্দুল্লাহপুর খন্দকার সিএনজির সামনে ডাকেন। শাহীন সেখানে আসলে উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে হাতেনাতে আটক করে; তারপর তার দেওয়া তথ্যমতে আরেক আসামী হাফসা আহম্মেদ মিতুকে আটক করে পুলিশ।
উত্তরা পশ্চিম থানায় এস আই মাহামুদুল হাসান ক্রাইম পেট্রোল বিডিকে জানান; একটি মামলা দায়েল হয়েছে যাহার নং- মামলা ০৮ তারিখ ০৪/১০/১৮ইং, তিনি আরো জানান; এরা প্রতারক সাংবাদিকতার সাথে জড়িত, এরা ললিপোপ সাংবাদিক। উত্তরার সাংবাদিক সানজিদা রুমা ক্রাইম পেট্রোল বিডিকে বিষয়টি নিশ্চিত করে বলেন; দুইজন সাংবাদিক আটক হয়েছে উত্তরা পশ্চিম থানায় আছে।
ভিডিও


