
এস,এম মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরা ৯ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কে ৪৬ নম্বর প্লটে গড়ে উঠা একটি ফার্নিচার মার্কেট প্রকাশ্যে থানা পুলিশের সহযোগিতায় মার্কেট জবরদখল করে ব্যবসায়ীদের প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুটপাট করে ট্রাকযুগে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যার দিকে এঘটনাটি ঘটে।
জানা গেছে, শুক্রবার বিকেল ৪টার দিকে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কে ৪৬ নম্বর প্লটে জসিম উদিন তার বোন শামছুন নাহার সিরাজের কাছ থেকে ৩ কাঠা জমি সাড়ে ৮ বছরের জন্য ভাড়া নেয়। এর পর জসিম উদ্দিন ওই ভাড়াকৃত প্লটে অস্থায়ী ভাবে একটি ফার্নিচার মার্কেট নির্মান করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এর বিনিময়ে জসিম উদ্দিন তার বোন শামছুন নাহার, তার ছেলে মাহমুদ সিরাজ ও ফেরদৌস সিরাজকে মাসিক ৫০ হাজার টাকা ভাড়া দিত। এরপর সে তার খালি দখলকৃত প্লটে ১ কোটি ১০ লাখ টাকার ফার্নিচার মালামাল উঠিয়ে ব্যবসা করে আসছিল।
গত শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ফার্নিচার ব্যবসায়ী জসিম উদ্দিনের মার্কেটটি শামছুন নাহার সিরাজ ও তার দুই পুত্র মাহমুদ সিরাজ, ফেরদৌস সিরাজ সহ ২০ থেকে ২৫ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে মার্কেটটি উচেছদ করতে যায়। এসময় ফার্নিচার মার্কেটের মালিক জসিম,ব্যবসায়ী জাহাঙ্গীর ও পলাশ সহ তারসহযোগিতা বাধা প্রদান করলে তাদেরকে দেশীয় অস্ত্র ও আগ্নেয়ান্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে জানে মেরে ফেলার জন্য হুমকী প্রদান করে। ভয়ে জসিম পক্ষের লোকজন ও সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট ছেড়ে দিয়ে কোন রকম প্রানে রক্ষা পায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা কমান্ডোর স্টাইলে ওই ফার্নিচার মার্কেটের ৪টি দোকানের মালামাল উত্তরা পশ্চিম থানা পুলিশের এসআই আমিনুল ইসলাম ,এসআই আনোয়ার ও পুলিশ কনস্টেবল বেলাল এর সহযোগিতায় পুলিশী পাহারায় মালামাল তছনছ ও লুটপাট চালায় এবং জোরপূর্বক মার্কেট ভেঙ্গে দিয়ে জবর দখল করে নিয়েছে শামছুন নাহার সিরাজ গংরা। বর্তমানে সে তার লোকজন দিয়ে প্লটের উন্নয়ন কাজ শুরু করেছে। উত্তরা পশ্চিম থানা পুলিশ সেখানে পাহারায় সর্বদা নিয়োজিত আছে।
ফার্নিচার ব্যবসায়ী মো: জসিম উদ্দিন জানান, ২০১৪ সালের ১লা জুলাই থেকে ২০২২ সালের ৩ শে ডিসেম্বর পর্যন্ত আমার সাড়ে ৮ বছরের চুক্তি অনুযায়ী মেয়াদ আছে। এরপর আমি অস্থায়ী ফার্নিচার মার্কেট নির্মান করে ব্যবসা আরম্ভ করি। আমার দোকানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকার মালামাল ছিল।
তিনি আরও জানান, এবিষয়ে ঢাকা মহানগর দ্বিতীয় জজ আদালত (সিনিয়র সহকারী জজ) মো: মিল্টন হোসেনের আদালতে হাইকোর্ট বিভাগের ফরম নং (জে)-১৩ আদালতে মোতাবেক একটি মামলা দায়ের করেন। এছাড়া ঢাকার অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট আদালত পিটিশন মামলা ৭৭৩/২০১৫ মোতাবেক উক্ত প্লটে শান্তি বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়। বিঞ্জ আদালতের নির্দেশ অমান্য করে শামছুন নাহার সিরাজ গংরা সন্ত্রাসী বাহিনী দিয়ে পুলিশের সহযোগিতায় আমার দখলকৃত মার্কেটটি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে।
এবিষয়ে জানতে শামছুন নাহার সিরাজের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।
উত্তরা পশ্চিম থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপরের নির্দেশে আমরা শামছুন নাহার সিরাজকে সহযোগিতা করেছি। এখানে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্লটে শান্তি বজায় রয়েছে।
এবিষয়ে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী মো: জসিম উদ্দিন,জাহাঙ্গীর ও পলাশ প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক,র্যাব মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার বিজয় কুমার ভদ্র সহ অন্যান্য আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাদের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।