
রেজাউর রহমান চৌধুরীঃ আজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের বড় মেয়ে শেখ হাসিনা ১৯৪৭ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
তিনি চারবারের সফল রাষ্ট্রনায়ক; তিনবার জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবেও দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি ৩৯বছর ধরে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করে আসছেন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে রাজধানীর উত্তরার ফুড ফ্যান্টাসি ক্যাফেটেরিয়ায় কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী ভাইস প্রেসিডেন্ট এম এ মাজেদ খান। এম এ মাজেদ খান বলেন; প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার অভিবাবক, আমাদের দেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে সেটা শুধুই জননেত্রী শেখ হাসিনার জন্য সম্ভব হয়েছে। আমি ও আমার শ্রমিক লীগ নেত্রীর যেকোন ডাকে সব-সময় সজাগ আছি।
তিনি আরো বলেন; রাষ্ট্রপরিচালনায় সফলতার জন্য আন্তর্জাতিকভাবে নানা পুরস্কার ও সম্মানসূচক ডিগ্রিতে ভূষিত হন তিনি। বিভিন্ন দেশের ১৩টি বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডি-লিট উপাধিতে ভূষিত করেছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিশুদের টিকাদান কর্মসূচিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তিনি এবছর জাতিসংঘে মর্যাদাপূর্ণ ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কার পেয়েছেন শেখ হাসিনা।
একই সঙ্গে তারুণ্যের দক্ষতা উন্নয়নে অসামান্য অবদানের জন্য জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা-ইউনিসেফ শেখ হাসিনাকে দিয়েছে ‘চাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ’ সন্মাননা।
রাজনৈতিক কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মাঝেও তিনি বেশ কিছু গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র, ওরা টোকাই কেন, বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম ইত্যাদি।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তরের উত্তরখান থানার সভাপতি মোঃ আলী আশরাফ মোল্লা। আয়োজন ও সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তরায় ফুড ফ্যান্টাসি ক্যাফেটেরিয়ার কর্ণধার মোঃ আল-আমিন খান।