
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তরা আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভিন্নমাত্রা অ্যাওয়ার্ড ২০২১ অনুষ্ঠানে ‘সমাজ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মাসিক ভিন্নমাত্রা ও পত্রিকারটির সম্পাদক কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ’র ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ উত্তরার আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সমাজ বিনির্মাণে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও গুনীজন সংবর্ধনা এবং ভিন্নমাত্রা মিডিয়া পুরুস্কার -২০২১ প্রদান করা হয়।
২২ তারিখ সোমবার, সন্ধ্যা ৬ টায় উত্তরা আজমপুর সরকারি বিদ্যালয় অডিটোরিয়ামে মাসিক ভিন্নমাত্রা প্রকাশনার ১২ বছরে পদার্পনে অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন দৈনিক প্রথম বেলা পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা ১৮ আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ হাবিব হাসান। সদস্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয় স্ট্যান্ডিং কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা দায়রা জজ ও আইন কমিশনের সচিব বীর মুক্তিযোদ্ধা ডি এম সরকার। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শাহিনুর মিয়া, মোঃ শরীফ উদ্দিন,মুহাম্মদ লোকমান,মাহমুদুল হাসান,জেসমিন নূর প্রিয়াঙ্কা, ইসমেআরা হানিফ, ড. হাবিবুর রহমান খান।