
হুমায়ুন কবির ঃ মানহানির ভয় দেখিয়ে মামলা ও মানহানিকর সংবাদ প্রকাশসহ অভিনব কায়দায় চাঁদাবাজির সাথে জড়িত ভুয়া সাংবাদিক দম্পতিসহ চাঁদাবাজ চক্রের ৫ সক্রিয় সদস্যকে রাজধানীর উত্তরা এলাকা থেকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১। গতকাল র্যাব-১ এর পূর্র্বা ল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-১ এর এ.এস.পি. কামরুজ্জামান। তিনি বলেন এলিট ফোর্স্ র্যাব সূচনা লগ্ন হতে এই পর্যন্ত অসাধু ব্যাক্তি, প্রতারক চক্র, বিভিন্ন বেআইনি সংঘবন্ধ চক্রসহ অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনয়নের লক্ষে তার দিপ্ত পদক্ষেপ অব্যাহত রেখেছে। ফলে দেশের সাধারণ মানুষ শান্তিতে জীবন জাপন করছে এবং আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর প্রতি জনগণের আস্থা ফিরে এসেছে। সম্প্রতি সময়ে রাজধানীর উত্তরায় কতিপয় চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য সম্পর্কে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া যায়। অভিযোগকারীদের মতে, একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সমাজের স্বনামধন্য ব্যাক্তিদের বিরুদ্ধে কুরুচিপর্ণূ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা চাঁদাবাজি করে আসছে। এই চক্রে বেশ কয়েক জন মহিলা সদস্য ও আছে বলে জানা যায়। চক্রটির প্রদান টার্গেট এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, স্কুল/কলেজের অধ্যক্ষ ও বিভিন্ন কোম্পানীর উচ্চপদস্থ কর্মকর্তা। এই চক্রের মহিলা সদস্যরা বিভিন্ন কৌশলে টার্গেটের কাছে যায় এবং বিভিন্ন অজুহাতে ছবি তোলে। এই ছাড়া তারা টার্গেটকৃত ব্যাক্তির নিকট যাওয়ার জন্য বিভিন্ন সময়ের ভুয়া দাওয়াত কার্ড তৈরি করে নিয়ে যায় এবং মোটা অংকের চাঁদা দাবি করে অন্যাথায় ইভটিজিং ও নারী নির্যাতন মামলা করার ভীতি প্রদর্শন করেন। এই চক্রের সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের বিনা অনুমতিতে নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকায় বিজ্ঞান দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো থেকে জোর পূর্বক টাকা আদায় করে থাকে। অনেক প্রতিষ্ঠানের প্রধান টাকা দিতে অনিহা প্রকাশ করলে এবং তাদের বিনা অনুমোতিতে বিজ্ঞাপন দেওয়ার জন্য আইনের আশ্রয় নিতে চাহিলে একই ভাবে তাদেরও ইভটিজিং ও নারী নির্যাতন মামলা করার ভীতি প্রদর্শন করে মোটা অংকের টাকা নিয়ে থাকে। বিষয়টি র্যাব-১ এর দৃষ্টিগোচর হলে তাৎক্ষনিক ভাবে চাঁদাবাজ চক্রের সদস্যদেরকে খুজে বের করে আইনের আওতায় আনতে দ্রæততার সাথে ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্ধা নজরদারীবৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৩ এপ্রিল ২০১৯ ইং তারিখ আনুমানিক ৬.৩০ ঘটিকায় র্যাব-১ উত্তরা, ঢাকা এর আভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টরস্থ আলাউল এভিনিউ এলাকায় বর্ণিত চাঁদাবাজ চক্রের কতিপয় সদস্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অভিযানিক দলটি উত্তরা পূর্ব থানাধীন ৬নং সেক্টর আলাউল এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোঃ রাসেল হাওলাদার ওরুপে রাসেল হাসান ওরুপে হাসান (২৯), মানিক হোসেন (২২), মোখলেসুর রহমান ওরুপে জনি (২৫), মোছাঃ সালমা আক্তার (২১) ও আসমা আক্তার (২১) কে গ্রেফতার করে। এইসময় ধৃত আসামী নিকট হতে ৪ টি মোবাইল ফোন, নগদ ৬১৫০টাকা, একটি মোটর সাইকেল, দুইটি হাত ঘড়ি, দুইটি দাওয়াত কার্ড ও বিভিন্ন পত্রিকার অসংখ্য পেপার ক্লিপিং উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাসেল হাওলাদার ওরপে রাসেল হাসান ওরপে হাসান কে জিজ্ঞাসা বাদে জানা যায় তার জন্মস্থান বরিশাল জেলার হিজলা থানার চরপত্তনীভাঙ্গা গ্রামে। সে বিগত ১৯ বছর যাবৎ ঢাকায় বাস করছে। সে এই চাঁদাবাজ চক্রের মূল হোতা। তার নিদের্শেই অন্যান্যরা বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বনামধন্য ব্যাক্তিদের নিকট হতে চাঁদাবাজী করে থাকে। পড়াশোনায় সে উচ্চমাধ্যামিকের গন্ডি পার হতে না পারলেও নিজেকে একজন গ্রাজুয়েট হিসেবে পরিচয় দেয়। তার নিজ এলাকায় ও ঢাকাতে একাধিক স্ত্রী আছে বলে জানা যায়। ঢাকা তার বর্তমান স্ত্রী সালমা আক্তার ও শ্যালিকা আসমা আক্তার তার বিভিন্ন অপকর্মে সহযোগীতা করে থাকে। শুরুতে হাসান ৫/৬ বছর গার্মেন্ট সেক্টরে চাকুরী করে। এর পর সে উত্তরা বাণী, স্বাধীন সংবাদ, নতুন দিক, উত্তরা টাইমস্, শ্যামল বাংলা ইত্যাদি বিভিন্ন স্থানীয় সংবাদ পত্রের সংবাদকর্মী হিসেবে কাজ করে বলে জানায়। বর্তমানে সে সরেজমিন নামক একটি দৈনিক পত্রিকায় কর্মরত। তার স্ত্রী ও শ্যালিকাকে সে টার্গেটকৃত ব্যাক্তিদের নিকট প্রেরণ করে এবং মোটা অংকের চাঁদা দাবি করে, অন্যথায় ইভটিজিং ও নারী নির্যাতন মামলা করার ভীতি প্রদর্শন করে। এছাড়া তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিনা অনুমতিতে বিভিন্ন স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ঐ প্রতিষ্ঠানগুলো থেকে জোরপূর্বক টাকা আদায় করে থাকে। তাদের কাক্ষিত টাকা প্রদান না করলে রাসেল হাসান নিজেকে বিভিন্ন পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে সংবাদ পত্রে কুরুচিপূর্ণ ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে মোটা অংকের টাকা আদায় করে থাকে। তার বিরুদ্ধে বরিশালের মুলাদী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি এবং মিরপুর থানায় জাল নোট পাচারের জন্য একটি মামলা চলমান আছে বলে জানা যায়। এছাড়া আসামী মানিক ও মোখলেছার রহমান ওরপে জনি এচক্রের সক্রিয় সদস্য।