
এ আর মুজিদ শরীফ; উত্তরা প্রতিনিধিঃ আজ রাজধানীর উত্তরার সিটি কর্পোরেশন কমিনিটি সেন্টারে বৃহত্তর উত্তরা থানার শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এডভোকেট সাহারা খাতুন এম.পি, সভাপতিত্ব করেন শেখ মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আফছার উদ্দিন খান।
প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন; বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে নৌকায় ভোট দিয়ে আবারো জয়যুক্ত করতে হবে। তিনি আরো বলেন; ঢাকা ১৮ আসনকে আরো আধুনিক ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে সবাইক এক সাথে কাজ করবো, আমরা শিক্ষকদের অনুরোধ করবো তারা যেন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধি করেন। তারা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়।