এস.এম.মনির হোসেন জীবন \ রাজধানীর উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরের একটি বাড়ির গ্যারেজ থেকে লুকিয়ে রাখা বিলাস বহুল টয়োটা হ্যারিয়ার লেকসাস গাড়ি জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দকৃত গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা।
আজ মঙ্গলবার উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে টয়োটা হ্যারিয়ার লেকসাস উদ্ধার করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. মো. সহিদুল ইসলাম আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি টিম উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে গ্যারেজ থেকে লুকায়িত অবস্থায় কোটি টাকা মুল্যের টয়োটা হ্যারিয়ার লেকসাস গাড়ি উদ্ধার করে। গাড়ির মালিক ও ব্যবহারকারী চট্টগ্রামের একজন ব্যক্তি। গাড়ি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নজরদারিতে ছিল।
তিনি আরো জানান, গাড়ির মালিক চট্টগ্রামের হলেও শুল্ক গোয়েন্দার তৎপরতা থাকায় উত্তরা এলাকায় গাড়িটি লুকিয়ে রাখা হয়। যা পরবর্তীতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযান পরিচালনা করে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৯ নম্বর সড়কের একটি বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। গাড়িটির আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জব্দকৃত গাড়িটি টয়োটা হ্যারিয়ার লেকসাস, যার রেজিস্ট্রেশন নম্বর: ভোলা ঘ-১১-০০৩৪, সিসি-২৪০০, তৈরির সন-২০১৭, চেসিস নম্বর-এসিইউ-৩০-০০৭২১২৮। গাড়িটির কান্ট্রি অব অরিজিন- জাপান। বিলাসবহুল গাড়িটির শুল্ক করাদি ফাঁকি দিয়ে এ দেশে আনা হয়েছে।
চোরাচালানের মাধ্যমে আনা জব্দকৃত গাড়িটি তদন্ত শেষে কাস্টমস আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রয়োজনীয় আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


