এস,এম,মনির হোসেন জীবন \ রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরস্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সামনে থেকে ৩৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ টি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রিত নগদ ১১ হাজার প াশ টাকা সহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। ধৃত মাদক ব্যবসায়ীরা হলো- মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- ধনুয়াখালী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা ও মোঃ শাজাহান হোসেন (৩২), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- মনশাসন, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৯৫ লাখ টাকা।
রোববার দুপুর দেড়টার দিকে উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরস্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোড সংলগ্ন পূর্ব পাশ থেকে ইয়াবা সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গেস্খফতার করে র্যাব-১ এর একটি দল।
র্যাবের আইন ও গনমাধ্যম শাখার সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি মো: মিজানুর রহমান ভুঁইয়া আজ সোমবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১) উত্তরা, কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিমন কাশেম আজ জানান, রোববার দুপুর দেড়টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের দলটি উত্তরা পূর্ব থানাধীন ৪ নং সেক্টরস্থ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সামনে ঢাকা-ময়মনসিংহ হাইওয়ে রোড সংলগ্ন পূর্ব পাশের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। পরে সেখান থেকে মাদক ব্যবসায়ী মোঃ সাদ্দাম হোসেন (৩০), পিতা- মোঃ বাবুল মিয়া, সাং- ধনুয়াখালী, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা ও তার সহযোগী মোঃ শাজাহান হোসেন (৩২), পিতা- মোঃ আবুল কাশেম, সাং- মনশাসন, থানা- কোতয়ালী, জেলা- কুমিল্লা। কে গ্রেফতার করে। এসময় ধৃত ব্যক্তিদের নিকট থেকে ৩৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ টি মোবাইল ফোন ও ইয়াবা বিক্রিত নগদ ১১ হাজার প াশ টাকা উদ্বার করে র্যাব।
র্যাব-১ এর কর্মকর্তারা আজ জানান, গ্রেফতারকৃত ব্যক্তি সাদ্দাম হোসেন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কক্সবাজারের টেকনাফ হতে ইয়াবা ট্যাবলেট ক্রয় করে বিভিন্ন পচনশীল সবজি/ফল পরিবহনের আড়ালে ঢাকায় নিয়ে আসে। ইয়াবার চালান ঢাকায় পৌছানোর পূর্বেই সে ঢাকার বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করে এবং সেখান থেকে ইয়াবার চালান গ্রহণ করে। পরবর্তীতে সেগুলো পাইকারী/খুচরা মূল্যে ঢাকাস্থ মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে। ইয়াবা ট্যাবলেটের চালান আংশিক মূল্যে ক্রয় করে ঢাকায় নিয়ে আসে এবং সম্পূর্ণ চালান বিক্রয়লব্ধ টাকা হতে বাকি টাকা ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার/কুরিয়ারের মাধ্যমে পরিশোধ করে থাকে বলে তারা র্যাবের কাছে স্বীকার কারে।
কুমিল্লার জনৈক আবু কাওছার এর সহযোগীতায় ধৃত সাদ্দাম মাদক ব্যবসা শুরু করে বলে জানায়। আসামী সাদ্দাম ও আবু কাওছার কুমিল্লার একই গ্রামে বসবাস করে। ইতিপূর্বে সে একাধিক ইয়াবার চালান বিক্রয়ে সাদ্দাম হোসেন কে সহযোগীতা করেছে বলে স্বীকর করে। তাদের বিরুদ্বে মাদক আইনে একাধিক মাদক মামলা রয়েছে।
র্যাব আরো জানান,জিজ্ঞাসাবাদে এই মাদক সিন্ডিকেটের আরও কয়েকজন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদেরকে ধরার জন্য র্যাবের নজরদারী অব্যহত আছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র্যাব।


