উত্তরায় ৩৯৩ কেজি এনপিএস সহ ২জন আটক

এস,এম,মনির হোসেন জীবন: রাজধানীর উত্তরা থেকে প্রায় ৩৯৩ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাট নামের মাদক উদ্বার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এঘটনায় গোডাউনের মালিক সহ ২ ব্যক্তিেেক আটক করা হয়েছে। আটককৃতরা হলেন-গোডাউন মালিক নাজমুল ইসলাম তালুকদার ও তার সহযোগী মাহবুবুর রহমান পলাশ। উদ্বারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে ধৃত দুই আসামীকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে উত্তরার সেক্টর ১৪ এর ১ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি গোডাউন থেকে ‘এনপিএস’ তথা ‘খাট’ নামে ৩৪টি কার্টনে ভর্তি প্রায় ৩৯৩ কেজি এনপিএস মাদক উদ্বার করা হয়।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আলী হোসেন খান আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি আজ জানান, বুধবার সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল ১৪ নম্বর সেক্টরস্থ ১ নম্বর রোডের ১০ নম্বর বাসার একটি বাসার গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩৯৩ কেজি নিউ সাইকোট্রপিক সাবসটেন্সেস (এনপিএস) বা খাট নামের মাদক উদ্বার করে। উক্ত মাদক গুলো কাগজের ৩৪টি কার্টনে ভর্তি ছিল। এসময় পুলিশ ওই গোডাউনের মালিক নাজমুল ইসলাম তালুকদার ও তার সহযোগী মাহবুবুর রহমান পলাশকে আটক করেছেন। জব্দকৃত মাদকের মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানান, ওই গোডাউনে গার্মেন্টস কাপড় ও বিভিন্ন আইটেম মজুদ করে রাখা ছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ২ ব্যক্তি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে, ধৃত ব্যক্তিদের সহযোগি পলাতক ব্যক্তিকে গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত আছে। আজ বৃহস্পতিবার সকালে ধৃত দুই আসামীকে জিঞ্জাসাবাদের জন্য ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে। এঘটনায় মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শাহজালাল বিমানবন্দরের একটি সুত্র জানান, গত ৩১ আগস্ট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডাক বিভাগের অফিসের গোডাউন থেকে ২৩টি কার্টনে ভর্তি ৪৬৮ কেজি এনপিএস মাদক আটক করা হয়। এছাড়া গত ১৪ সেপ্টেম্বর ছয়টি কার্টনে ১২০ কেজি এনপিএস মাদক এরপর ১৫ সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দরে ফরেন পোস্ট অফিস থেকে জেট এয়ারওয়েজে আসা এনপিএস-এর ১৯ কেজি একটি চালান জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এরপর কাকরাইল থেকে সেই রাতেই আমদানিকারক ও দুবাই ফেরত মোহাম্মদ নাজিমকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এটি বাংলাদেশে আসা নতুন ধরনের একটি মাদক।