এ. আর. মজিদ শরিফ: রাজধানীর উত্তরা আব্দুল্লাহপুর এলাকায় কিছু আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রম ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, এই হোটেলগুলোতে দালালচক্রের মাধ্যমে অবৈধ ব্যবসা চলছে, যা স্থানীয় তরুণ সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুল্লাহপুর মহাসড়ক সংলগ্ন ৯ নম্বর সেক্টরের হোটেল গ্রীন গার্ডেন, হোটেল রাজধানী ও হোটেল ওয়ান স্টার—এই হোটেলগুলোকে ঘিরে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, এসব হোটেলে আবাসিক সেবা নয়, বরং টাকার বিনিময়ে শারীরিক সম্পর্ক ও মাদক সেবনের সুযোগ করে দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানান, অনেক সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা কিছু দালাল পথচারীদের প্রলুব্ধ করার চেষ্টা করে, যা জনসমক্ষে বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে। স্থানীয় কয়েকজন ব্যবসায়ী ও অভিভাবক বলেন, “এই অবস্থা চলতে থাকলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হবে। প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নেওয়া।”
একাধিক সূত্র দাবি করেছে, এসব প্রতিষ্ঠানের কিছু কর্মী ও ব্যবস্থাপক প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার সঙ্গে যোগসাজশে নিয়মিত মাসোহারা দিয়ে অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ আছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে পুলিশের এক কর্মকর্তা বলেন, “অভিযোগ পেলে আমরা তদন্ত করব। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা সক্রিয়।”
স্থানীয় সচেতন নাগরিকরা আশা করছেন, প্রশাসন দ্রুত অভিযান চালিয়ে এই অবৈধ কর্মকাণ্ড বন্ধ করবে এবং দোষীদের আইনের আওতায় আনবে।


