
আল-আমিন, নীলফামারী: নীলফামারীতে উত্তরা ইপিজেডের শ্রমিক অসন্তোষকে ঘিরে আলোচিত নিখোঁজ শ্রমিক ছাইদুল ইসলাম ওরফে সাইফুল (২৫) কে উদ্ধার করেছে পুলিশ। তবে তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন রহস্য । শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও মুক্তিপণ আদায়ের ষড়যন্ত্রে তিনি নিজেই আত্মগোপনে ছিলেন।
গত (১২ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ১১টা ৩০ মিনিটে নিজ বাড়ি থেকে স্ত্রীকে ইপিজেড থেকে আনার কথা বলে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন সাইফুল। এ ঘটনায় তার পিতা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ তদন্ত শুরু করে।
পরে বিভিন্ন সূত্র ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে (১৩ সেপ্টেম্বর) শনিবার রাত ৯টা ২৮ মিনিটে সৈয়দপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সাথী ফার্মেসীর সামনে থেকে উদ্ধার করে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়ায় প্রাথমিক চিকিৎসার জন্য তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

আজ রোববার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) এ বি এম ফয়জুল ইসলাম। এসময় তিনি বলেন, বিস্তৃত তদন্তে প্রমাণিত হয় যে, সাইফুল ইপিজেডে শ্রমিকদের উসকে দিতে কয়েকজনের সঙ্গে যোগসাজশ করে আত্মগোপনে যান। ষড়যন্ত্রকারীদের সহযোগিতায় তিনি এভারগ্রীন কোম্পানির কর্মকর্তাদের কাছে একাধিকবার ফোন করে মুক্তিপণ দাবি করেন এবং ৫ হাজার টাকা গ্রহণের বিষয়টি স্বীকারও করেন।
পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি আত্মগোপনের বিষয়টি স্বীকার করে বলেন, উত্তরা ইপিজেডের কর্মপরিবেশকে অস্থিতিশীল করার জন্যই এই পরিকল্পনা করা হয়েছিল।
এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অন্যদেরও শিগগির গ্রেপ্তার করা হবে।
উল্লেখ্য, গত ২সেপ্টেম্বর উত্তরা ইপিজেডে এভারগ্রীন কোম্পানির শ্রমিক অসন্তোষে মালিকপক্ষের সঙ্গে বিরোধে নেতৃত্ব দেন সাইফুল। তখন থেকেই শ্রমিক আন্দোলনকে ঘিরে বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করে আসছিলেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ইপিজেড এলাকায় নজরদারি আরও জোরদার করেছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.ফারুক আহমেদ, সদর থানার অফিসার ইনচার্জ এম আর সাঈদ, নীলফামারী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।