
নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিক আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হাবিবুর রহমান নামে এক তরুণ শ্রমিক নিহত ও অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
২ সেপ্টেম্বর (সোমবার) এক বিবৃতিতে তিনি বলেন, সকালে উত্তরা ইপিজেডে শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনের সময় গুলি চালানো হয়। এতে তরুণ শ্রমিক হাবিবুর রহমান নিহত ও কমপক্ষে ১০ জন আহত হন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নিহত হাবিবুর রহমানের পরিবার ও আহতদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের রূহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গুলি চালানো অনুচিত। অবিলম্বে নিহত শ্রমিকের হত্যাকারীদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আহত শ্রমিকদের যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি বন্ধ কারখানা পুনরায় চালু করা এবং ছাঁটাইকৃত শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবি জানান।