উত্তরা ও তুরাগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

এস.এম,মনির হোসেন জীবনঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রাজধানীর উত্তরা ও তুরাগ থানা এলাকায় পালিত হয়েছে।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর তুরাগ থানার বিভিন্ন এলাকায় আওয়ামী- স্বেচছাসেবকলীগের উদ্যোগে আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়। তুরাগের রানাভোলা বটতলা, উত্তরা ১০ নম্বর সেক্টর সংলগ্ন বেরীবাঁধ, কামারপাড়া খায়েরটেক, উত্তরা ১৩ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কের ফার্নিচার মার্কেট, ধরঙ্গারটেক,রানাভোলা সানজিন স্কুল সহ বিভিন্ন এলাকায় গনভোজের আয়োজন করা হয়।
উত্তরা ১৩ নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ সড়কের ফার্নিচার মার্কেট এর সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী- স্বেচছাসেবকলীগের কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মো: মতিউর রহমান মতি। দলের অর্থ বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। স্বেচছাসেবকলীগ ঢাকা মহানগর উত্তরের যুগ্ন সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান পান্না, তুরাগ থানা স্বেচছাসেবকলীগের সাধারণ সম্পাদক মো: শাহীন হোসেন প্রমুখ।
এছাড়া তুরাগ থানার স্বেচছাসেবকলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস গুরুত্ব ও বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং গনভোজের আয়োজন করা হয়।
অপর দিকে, আজ বুধবার দুপুরে রাজধানীর তুরাগ থানার ডিয়াবাড়ি গোলচত্বর এলাকায় সোনারগাঁও জনপথ সড়কে জাতিন জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন উপলক্ষে তুরাগ থানা জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও গনভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো: দেলোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম.ডি হালিম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি আলমাস হাওলাদার,দলের সাংগঠনিক সম্পাদক বিএম জাহিদ হাসান, মো: শাহীন,হুমায়ুন কবীর। প্রধান বক্তা ছিলেন, দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূর নবী নাহিদ, তুরাগ থানার জাতীয় শ্রমিকলীগের সভাপতি তৌকির হাসান ইকবাল, সাধারণ সম্পাদক সোলেমান ওসমান,সিনিয়র সহসভাপতি শফি উদ্দিন শফি, হাজী হান্নান ঢালী প্রমুখ। এছাড়া তুরাগ থানার জাতীয় শ্রমিকলীগের থানা,ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডেও নেতাকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস গুরুত্ব ও বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। উপস্থিত সকলের মধ্যে গনভোজ হিসেবে (ভুনা খিচুরী) বিতরণ করা হয়।
এছাড়া জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে উত্তরা, তুরাগ, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা পশ্চিম থানা, উত্তরা পূর্ব থানা, বিমানবন্দর থানা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচছাসেবকলীগ, জাতীয় শ্রমিকলীগ, সহ সহযোগী অংগ সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও বিভিন্ন জায়গায় গনভোজের আয়োজন করা হয়।