উত্তরা পশ্চিম থানা বিএনপির পক্ষ থেকে মাহে রমজানের প্রতিদিন ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক: উত্তরা পশ্চিম থানার পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়ার সুস্থতার কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিদিন রোজাদারদের জন্য ইফতারের ব্যবস্থা করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ন সদস্য সচিব আফাজ উদ্দিন।

পহেলা রমজান থেকে শুরু হওয়া এ উদ্যোগ ১৭ মার্চ উত্তরা পশ্চিম থানার কয়েকটি স্থানে ইফতার বিতরণ করা হয়।

এসময় আফাজ উদ্দিন বলেন; আমরা বিএনপি চেয়ারপার্সন দেশরত্ন বেগম জিয়ার সুস্থতার কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে প্রতিদিন রোজাদারদের মাঝে ইফতার বিতরণ আয়োজন করছি।

আমরা জনগণের পাশে সব-সময় থাকতে চাই। আমাদের নেতা তারেক রহমান আগামী বাংলাদেশ গড়তে জনগণের ধারে ধারে যাওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করতে আমরা বদ্ধপরিকর।

আফাজ উদ্দিন আরও বলেন; আমরা প্রতিদিন রোজাদার পথচারীদের জন্য জন্য যে আয়োজন করছি তা পুরো মাস চলবে। আমরা আমাদের নেত্রী দেশরত্ন চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এসময় ইফতার আয়োজনে আরও উপস্থিত উত্তরা পশ্চিম থানার যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন শিশিরসহ নেতাকর্মীরা।