উত্তরা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে বিএনপি নেতা এস.এম জাহাঙ্গীরের মতবিনিময়

রাজধানীর প্রাণ কেন্দ্র উত্তরা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় করেছেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন। মঙ্গলবার দুপুর ১২টায় উত্তরায় প্রেস ক্লাব ভবনে এ শুভেচ্ছা জানান তিনি।

শুভেচ্ছা বিনিময় শেষে এস এম জাহাঙ্গীর বলেন, রাজনীতিবিদরা আর সাংবাদিক মহল এক হয়ে কাজ করলে, সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড নিরসন করা সম্ভব। উত্তরা প্রেস ক্লাব যেন সারা বাংলাদেশে একটি আদর্শিক ক্লাব হয়ে থাকে তার জন্য সার্বিক সহযোগিতার আস্সাস দেন ঢাকা মহানগর ১৮ আসনের বিএনপি থেকে মনোনীত সাবেক এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর ।সাংবাদিকদের তিনি নিজের অঞ্জন মনে করে তার দরজা সব সময় খোলা রোয়েছে। নির্ভয়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকদের কাজ করার উপর গুরুত্তারোপ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতা জাহাঙ্গীর ।

এ সময় ক্লাবের সভাপতি আলাউদ্দিন আল আজাদ বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবে উত্তরা প্রেস ক্লাব। সেই সাথে সমাজের নানান অনিয়ম তুলে ধরার মাধ্যমে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে তরান্বিত করা হবে।

সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, উত্তরা প্রেস ক্লাবে কোনো ধরনের বিভাজন নেই। তাই ঐক্যবদ্ধভাবে ক্লাবের সেবা সমাজে ছড়িয়ে দেয়ার এখনই সময়।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার, সহ-সভাপতি সাইফুর নূর শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী, দপ্তর সম্পাদক রেজাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম,মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার পুষনসহ উত্তরা প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য উত্তরা ১২ নং সেক্টরের খালপাড়ে অবস্থিত প্রেস ক্লাব চত্বরে গত ১৫ ফেব্রুয়ারি শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচন অনুষ্ঠিত হয়। ক্লাবের সংশ্লিষ্ট সদস্যরা ভোট দিয়ে আগামী একবৎসের জন্য তাদের পছন্দের নেতা নির্বাচিত করেন । এই নির্বাচনে ঘিরে সোশিয়াল মিডিয়াতে যেমন সারা পরে তেমনি বিভিন্ন মহলেও দৃষ্টি কাড়ে এই নির্বাচন ।