উত্তরা প্রেসক্লাবের সদস্য মিম মাহমুদের পিতার ইন্তেকাল

উত্তরা প্রতিনিধি: উত্তরা প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক মিম মাহমুদের পিতা মো. নূরুল আমিন মিয়া (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউন)। তিনি রাজধানীর উত্তরা এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুম মো. নূরুল আমিন মিয়া মৃত্যুকালে ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি উত্তরা থানাধীন ফায়দাবাদ এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। জীবদ্দশায় তিনি ছিলেন অত্যন্ত সৎ, বিনয়ী ও ধর্মভীরু একজন মানুষ। আত্মীয়স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর কাছে তিনি একজন সদালাপী ও মানবিক ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার ইন্তেকালে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের মৃত্যুতে উত্তরা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা বলেন, “মিম মাহমুদের পিতার ইন্তেকালে আমরা উত্তরা প্রেসক্লাব পরিবার গভীরভাবে মর্মাহত। এটি আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

শোকবার্তায় আরও বলা হয়, “আমরা মরহুম মো. নূরুল আমিন মিয়ার রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।”

উত্তরা প্রেসক্লাব পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করছে এবং এই দুঃসময়ে তার পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছে।