উত্তরা প্রতিনিধি : উত্তরা মডেল ক্লাব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য মেজবান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উত্তরা মডেল ক্লাবের ডোনার ও সমাজসেবক রুবেল আজিজের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ক্লাবের সম্মানিত সদস্যরা সপরিবারে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রুবেল আজিজ আনন্দের সাথে ঘোষণা করেন যে তিনি আসন্ন ঢাকা বোর্ড ক্লাব নির্বাচনে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তাঁর এই ঘোষণা উপস্থিত সদস্যদের মাঝে উৎসাহ ও ইতিবাচক প্রত্যাশা সৃষ্টি করে। দীর্ঘদিন ধরে ক্লাব ও সমাজের উন্নয়নে তাঁর সক্রিয় ভূমিকা এবং নেতৃত্বগুণ তাঁকে এই পদে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরা মডেল ক্লাব ও ঢাকা বোট ক্লাবের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। রুবেল আজিজ নির্বাচনে বিজয়ী হলে দুই ক্লাবের মাঝে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে তারা আশা প্রকাশ করেন। দুই প্রতিষ্ঠানের বন্ধন শক্তিশালী করার অঙ্গীকারও ব্যক্ত করা হয়।
মেজবান অনুষ্ঠানে দুপুর থেকেই উপস্থিত হতে থাকেন ক্লাব সদস্যরা। পরিবারের সদস্যদের অংশগ্রহণে ক্লাব প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে। সদস্যদের আন্তরিকতা ও মিলনমেলা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
ডিনার পর্বে বিপুল সংখ্যক সদস্য অংশ নেন এবং রুবেল আজিজের জন্য আগাম শুভকামনা জানান। আয়োজক এর পক্ষ থেকে সকল সদস্য ও তাঁদের পরিবারকে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
সামগ্রিকভাবে, এই মেজবান শুধু সামাজিক মিলনমেলা নয়; বরং উত্তরা মডেল ক্লাব ও ঢাকা বোট ক্লাবের ভবিষ্যৎ সহযোগিতা ও নেতৃত্বের ইতিবাচক দিক নির্দেশনার প্রতিফলনও বটে।


