উত্তরা রাজউক কমার্শিয়াল কম্পিউটার মাকের্টে থেকে ২৫ পিছ ইয়ারাসহ ১ আটক

মোঃ আব্দুস সালাম; নিজস্ব প্রতিবেদকঃ আজ উত্তরা রাজউক কমার্শিয়াল কম্পিউটার মাকের্টে থেকে জাকির নামে একজনকে ২৫ পিছ ইয়ারাসহ ১ আটক করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সন্ধ্যা আনুমানিক ৭:৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা পশ্চিম থানার এসআই মিজানের নেতৃতে একটি দল জাকির আটক করতে সক্ষম হয়। জানা যায়; উত্তরা রাজউকের মাকের্টের কম্পিউটার ফ্লোরের টয়লেট থেকে তাকে আটক করা হয়।

আটকৃত জাকির ১৮৩নং দেওয়ান বাড়ী মোড় মোঃ চান মিয়ার ছেলে বলে জানা যায়। আটক জাকিরকে উত্তরা পশ্চিম থানায় থানায় নিয়ে যাওয়া হয়।

এবিষয়ে উত্তরা পূর্ব থানার এসআই মিজান ক্রাইম পেট্রোল বিডিকে বলেন; এখনো মামলা হয়নি মামলার প্রস্তুতি চলছে।