
নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের (২০১৭-২০১৮) হল রুমে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে উত্তরা বিভাগের সকল পেশাজীবি,সুশিল সমাজ,রাজনৈতিক নেতৃবৃন্দ,সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিক সমাজ উপস্থিত ছিলেন।উত্তরা সেন্ট্রাল প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে বিজয়ের মালা গলায় নিলেন সদ্য বিজয়ী সভাপতি শেখ মনিরুজ্জামান জুয়েল (এবিপি আনন্দ টিভি) ও সাধারন সম্পাদক সভাপতি মনির হোসেন জীবন (বাংলাদেশ সংবাদ সংস্থা)।
ক্রাইম পেট্রোল বিডি নিজস্ব প্রতিবেদক সারাদিন নির্বাচনী প্রতিবেদন তৈরী করার কাজে ব্যস্ত হয়ে ঘুরেছিলেন উত্তরা সেন্ট্রাল প্রেসক্লাব অঙ্গনে । তিনি জানান, ভোটারদের সারাদিনভর গুনজনের মাঝে হেরে গেলেন সভাপতি পদে মুনসুর মাসুদ পরিষদ ।মুঠোফোনে মুনসুর মাসুদের সাথে যোগাযোগ করেও কোন সাড়া পাওয়া যায়নি । তার পরাজয়ের কথা ছাড়িয়ে পড়লে হতাশাগ্রস্থ হয়ে পড়ে অনেকে। সাধারন সদস্য রাজু আহম্মেদের (বিটিভি) প্রত্যাশা , সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাবেন নব নির্বাচিত এই কমিটি।সাবেক সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আজকের অলোকিত সকালের প্রকাশক ও সম্পাদক নবনির্বাচিত কমিটি দুস্থ্য সাংবাদিকদের কল্যাণে কাজ এবং সাংবাদিকদের কল্যাণে দৃঢ়তার সাথে কাজ করবেন বলে জানান।