উত্তরা ১৩ নম্বর পার্ক মসজিদে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের পার্ক মসজিদে জুমার নামাজ শেষে বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করেছেন ঢাকা-১৮ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিন আহমেদ। জুমার নামাজ আদায় শেষে মসজিদের সামনে দাঁড়িয়ে তিনি মুসল্লিদের হাতে হাতে লিফলেট তুলে দেন এবং আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির অবস্থান ও কর্মসূচি তুলে ধরেন।

এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “অল্প কিছু দিনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশের জনগণ পরিবর্তন চায়।রাষ্ট্রব্যবস্থা ফিরে পেতে চায়। আপনারা সবাই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র মেরামতের সুযোগ করে দিন।” তিনি আরও মন্তব্য করেন যে, বিএনপি ক্ষমতায় এলে দেশে মাদকমুক্ত, চাঁদাবাজিমুক্ত ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের জন্য একটি টেকসই রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা হবে। জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা, প্রশাসনিক সংস্কার এবং যুবসমাজের কর্মসংস্থান—এসব বিষয় অগ্রাধিকার পাবে বলেও তিনি উল্লেখ করেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। সাধারণ মুসল্লিরাও লিফলেট গ্রহণ করে বিএনপির কর্মসূচি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন।

উত্তরা এলাকায় নির্বাচনী মাঠে ইতোমধ্যে প্রচারণা কর্মসূচি জোরদার করেছে বিএনপি। প্রার্থীরা প্রতিদিন বিভিন্ন এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও মতবিনিময় সভার মাধ্যমে জনগণের সমর্থন আদায়ের চেষ্টা করছেন। দিন দিন বিএনপির প্রচারণা আরও সংগঠিত ও গতিশীল হচ্ছে বলে স্থানীয় নেতারা জানান।