উত্তরা প্রতিনিধি: উত্তরা ৪ নম্বর সেক্টরবাসীর উদ্যোগে সেক্টরের আবাসিক এলাকায় অবৈধভাবে পরিচালিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টায় উত্তরা ৪ নম্বর সেক্টরের বিভিন্ন সড়কে মিছিল শেষে মানববন্ধন কর্মসূচি পালন করেন এলাকাবাসী। কর্মসূচিতে সেক্টরের বিভিন্ন প্লট ও আবাসিক ভবনে গড়ে ওঠা অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের দাবিতে জোরালো প্রতিবাদ জানানো হয়।
মানববন্ধনে উত্তরা ৪ নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান, সাধারণ সম্পাদক মর্তুজা আলীসহ কল্যাণ সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং সেক্টরের শতাধিক বাসিন্দা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, উত্তরা ৪ নম্বর সেক্টর একটি পরিকল্পিত আবাসিক এলাকা হলেও দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি নিয়ম-নীতির তোয়াক্কা না করে আবাসিক ভবনে অবৈধভাবে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ফলে যানজট, শব্দদূষণ, নিরাপত্তাহীনতা এবং পরিবেশগত নানা সমস্যার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও নারী বাসিন্দারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
কল্যাণ সমিতির সভাপতি আনিছুর রহমান তার বক্তব্যে বলেন, “আমরা উন্নয়ন কিংবা ব্যবসার বিরুদ্ধে নই, তবে আবাসিক এলাকায় আইন লঙ্ঘন করে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”
সাধারণ সম্পাদক মর্তুজা আলী বলেন, “এর আগেও আমরা বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি, কিন্তু কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আজ আমরা শান্তিপূর্ণভাবে রাজপথে নেমেছি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
মানববন্ধন শেষে এলাকাবাসী অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদ এবং আবাসিক এলাকার শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে রাজউক ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


