উত্তেজনা কমাতে মেক্সিকোর প্রেসিডেন্টকে ট্রাম্পের ফোন

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিতর্কিত সীমান্ত প্রাচীর নির্মাণের অর্থ প্রতিবেশী দেশ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে বলে ঘোষণা দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা কমিয়ে আনতে শুক্রবার ট্রাম্পের পক্ষ থেকে এ ফোন করা হয়।

বাণিজ্য ও অভিবাসন নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে ৩১ জানুয়ারি ট্রাম্প ও নিয়েতোর বৈঠকের কথা ছিল। বুধবার মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের বিষয়ে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। একই সঙ্গে তিনি জানান, নির্মাণ বাবদ অর্থ মেক্সিকোকেই দিতে হবে। তবে বৃহস্পতিবার প্রেসিডেন্ট নিয়েতো সাফ জানিয়েছেন, তার দেশ এর জন্য কোনো অর্থ দেবে না। এ ঘটনার পর ট্রাম্প-নিয়েতোর নির্ধারিত বৈঠক বাতিল করা হয়।

মেক্সিকো সরকারের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে গঠনমূলক বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট নিয়েতো। দুই দেশের মধ্যে বিরাজমান মতপার্থক্য কমিয়ে আনতে উভয় পক্ষ অঙ্গীকারবদ্ধ বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, দেয়াল নির্মাণ বিষয়ে প্রকাশ্য বিবৃতি না দেওয়ার বিষয়ে উভয় প্রেসিডেন্ট সম্মত হন বলে এতে জানানো হয়েছে।

তবে এ ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো কিছুই জানানো হয়নি। অবশ্য শুক্রবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে সংবাদ সম্মেলনে মেক্সিকোর বিষয়টি উঠে এলেও ট্রাম্প দেয়াল নির্মাণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।