
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে চলছে শেয়ারবাজারের লেনদেন।
সোমবার (৪ এপ্রিল) লেনদেনের প্রথম আধা ঘণ্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক, লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।
ডিএসইর তথ্যানুযায়ী, সোমবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩২৫টি প্রতিষ্ঠানের মোট ২ কোটি ৮২ লাখ ৩৮ হাজার টাকার ৩৪০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৮২ পয়েন্ট কমে ৬ হাজার ৭৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক আগের দিনের চেয়ে ১ দশমিক ৭৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ দশমিক ৩৪ পয়েন্টে কমেছে।
প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে মাত্র ৯৭ কোটি ১৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার। এর আগের দিন লেনদেন হয়েছিল ১০৪ কোটি ২৯ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক আগের দিনের চেয়ে ১ পয়েন্ট কমে ১৯ হাজার ৭২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় লেনদেন হয়েছে ১ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৪০৬ টাকার শেয়ার।