উদীচী ট্র্যাজেডির দেড় যুগ পূর্ণ হলো আজ

নিজস্ব প্রতিবেদক, যশোর : উদীচী ট্র্যাজেডির দেড় যুগ পূর্ণ হলো আজ । এই দীর্ঘ সময়েও চাঞ্চল্যকর হত্যাযজ্ঞের ‘হোতাদের’ মুখোশ উন্মোচন হয়নি। শেষ হওয়া বিচারের প্রক্রিয়া নিয়েও রয়েছে বিতর্ক। বর্তমান সরকার আমলে পুনঃতদন্ত শুরু হয়েও আবার থমকে গেছে।

তাই বিচারের আশায় ব্যথা আর ক্ষোভ নিয়ে অপেক্ষার প্রহর গুনছে যশোরের মানুষ। হত্যাযজ্ঞের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে যশোর উদীচী।

১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাতে যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপনী অনুষ্ঠান। হাজারো দর্শক-শ্রোতা মন্ত্র-মুগ্ধ হয়ে শুনছিলেন সে গান। হঠাৎ পরপর দুটি গগণ বিদারি শব্দ। তারপর সারা মাঠ জুড়ে আহাজারি আর কান্নার রোল। রক্তে ভেসে যায় টাউন হল মাঠের সবুজ ঘাসে ভেজা চত্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের রক্তাক্ত দেহ। নিহত হয় ১০ জন ও আহত হয় আড়াই শতাধিক নিরীহ মানুষ।

রক্তাক্ত ওই মানুষের সারিতে ক্ষত-বিক্ষত শরীর নিয়ে পড়েছিলেন গান শুনতে আসা তরুণ নাহিদও। চিকিৎসায় বেঁচে উঠলেও কেটে ফেলতে হয় তার দু’টি পা-ই । পঙ্গু নাহিদের প্রাপ্তি বলতে জুটেছে ৮০ টাকা হাজিরার একটি চাকরি। তাও আবার হাজিরার টাকা আনতে তাকে যেতে হয় খুলনায়। কিন্তু নিয়মিত দুরপাল্লার এই যাতায়াতের চেয়ে পঙ্গু-হতদরিদ্র নাহিদের কাছে আরো বেশি কষ্টের উদীচী ট্রাজেডির ঘাতকদের বিচার দেখতে না পারাটা।

উদীচী ট্র্যাজেডিতে দু পা হারানো নাহিদ

নৃশংস এ হত্যাকান্ডের ১৭ বছর পার হলেও বিচারের মুখোমুখি করা যায়নি মূল ঘাতকদের। বোমা হামলার কারণও উদঘাটন হয়নি । হত্যাকান্ডের পর পুলিশ পৃথক দু’টি মামলা করলেও রাজনৈতিক হস্তক্ষেপ আর সিআইডির গোঁজামিলের চার্জশিটের কারণে বিগত চারজোট সরকারের আমলে ২০০৬ সালের ৩০ মে দেওয়া মামলার রায়ে সব আসামি বেকসুর খালাস পায়। পরে সরকার ওই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করলে মামলাটি পুনরুজ্জীবিত হয়েও আটকে আছে আইনের বেড়াজালে।

যশোর উদীচীর সভাপতি ডি এম শাহিদুজ্জামান বলেন, ‘২১ আগস্ট বোমা হামলার সাথে যারা জড়িত, তারাই উদীচীর বোমা হামলার সাথে জড়িত। এরা সবাই একই গোষ্ঠির। এখানে নতুন করে বলার কিছু নেই। চিহ্নিত করার কিছু নেই। বর্তমান সরকার মুক্তিযুদ্ধের পক্ষের সরকার। উদীচী হত্যাযজ্ঞে যারা নিহত হয়েছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না। এর বিচার হতেই হবে।’

সেদিনের ওই বোমা হামলায় একটি পা হারান সাংস্কৃতিককর্মী সুকান্ত। তারপরও নানা প্রতিকূলতার মাঝে অর্জন করেছেন উচ্চতর ডিগ্রী। বোমা হামলায় নিহত উদীচীকর্মী তপনের পরিবারের মিলেছে প্রধানমন্ত্রীর দেওয়া অনুদান পাকাবাড়ি। কিন্তু এতেও খুশি নন তারা। সেদিনের ওই বোমা হামলায় জড়িতদের শনাক্ত করতে না পারাই দুঃখ সুকান্তর।

উদীচী ট্রাজেডিতে নিহত সাংস্কৃতিককর্মী নাজমুল হুদা তপনের বড় বোন নাজমুল সুলতানা বিউটি বলেন, ‘১৮ বছর পার হলেও আমার ভাইর হত্যার বিচার পেলাম না। আমার মা তার ছেলে হত্যার বিচার দেখতে চায়। আমরা চাই উদীচী হত্যাযজ্ঞর বিচারটা দ্রুত করা হোক।

প্রসঙ্গত, দেশে বোমা হামলার কালো অধ্যায় শুরু হয় যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার মধ্য দিয়ে। এই বোমা হামলার মামলাটি বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন। ২৩ আসামির মধ্যে ২ জন নিহত এবং একজন মৃত্যুবরণ করেছে। বাকিরা রয়েছেন জামিনে।