
রেজাউর রহমান ঢাকা : পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন, জাতীয় প্রবৃদ্ধিতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই ) ভুমিকা শতকরা ১১ভাগ । উন্নয়ন ত্বরান্বিত করতে এ খাতের অবদান আরও বাড়াতে হবে। এ জন্য এসএমই খাতের উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানসমূহকে আরও কার্যকর ভূমিকা রাখতে এগিয়ে আসতে হবে । অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির হাত ধরেই দারিদ্র বিমোচন করা সম্ভব । প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার নানা অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা ও স্বাস্থ্যখাতে ব্যাপক বিনোয়োগ করছে । এসবেরই ধারাবাহিকতায় উন্নত বাংলাদেশ গঠনের কাজ আমরা শুরু করেছি ।
মন্ত্রী আজ ঢাকায় এক হোটেলে সিটি ফাউন্ডেশন আয়োজিত ১২তম সিটি মাইক্রোএন্টার প্রিনিয়ার্সশীপ এওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
অর্থনীতিবীদ ড.ওয়াহিদ উদ্দীন মাহমুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অর্থমন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এসকে সুর চৌধুরী অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন ।
পরিকল্পনা মন্ত্রী বলেন, এসএমইখাতের বিকাশে আমাদেরকে আরও উদ্যোগী হতে হবে । জাতীয় অর্থনীতিতে এ খাতের অবদান আরও বেশী প্রয়োজন । যথাযথ পৃষ্ঠপোষকতার মাধ্যমে নতুন নতুন উদ্যোক্তা তৈরী করতে হবে । এসএমই খাতের বিকাশে প্রতিবন্ধকতাসমূহ সর্বাগ্রে চিহ্নিত করতে হবে । তিনি ভিয়েতনাম ,থাইল্যান্ড , অস্ট্রেলিয়া এবং ভারতসহ কয়েকটি দেশের জাতীয প্রবৃদ্ধিতে এসএমই খাতের অবদানের পরিসংখ্যান তুলে ধরে বলেন, এসএমই ফাউন্ডেশনে একটি স্বাধীণ গবেষণা কেন্দ্র থাকা প্রয়োজন ।তিনি বলেন কাউকে বাদ রেখে টেকসই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় । অর্থনীতির মূল¯্রােতধারায় এসএমই খাতকে সম্পৃক্ত করতে হবে । সরকার এ খাতের উন্নয়নে সম্ভাব্য সব কিছু করতে বদ্ধপরিকর ।