
নিজস্ব প্রতিবেদক : ঈদযাত্রায় সড়ক পথে ভোগান্তি লাঘব এবং ঈদে যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিভিন্ন সড়কে চলমান উন্নয়নমূলক কাজ আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ থাকবে।
সোমবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
রাজধানী ঢাকা, গাজীপুর ও অন্যান্য এলাকায় ঈদের আগে রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, এখন রাজধানীতে সিটি করপোরেশন ও ওয়াসার অনেক কাজ চলছে। এর মধ্যে যেসব রাস্তায় খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ মানুষের ভোগান্তি সৃষ্টি করছে, তা আগামী ২১ জুন পর্যন্ত বন্ধ রাখতে বলা হয়েছে। ইতিমধ্যে সিটি করপোরেশন ও ওয়াসার সঙ্গে কথা হয়েছে। আমি তাদের কাজ বন্ধ রাখার আহ্বান জানিয়েছি।
তিনি বলেন, গাজীপুরসহ সারা দেশে যেসব সড়কে উন্নয়নমূলক কাজ চলছে, তা আগামী ১৫ দিন বন্ধ রাখলে ক্ষতি হবে না। তাই আমি তাদেরকেও আগামী ২১ জুন পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেছি। যাতে করে ঈদযাত্রায় সড়কে কোনো ভোগান্তি না হয়।
সেতুমন্ত্রী বলেন, বাসের অবস্থা খারাপ। ছাল-বাকল উঠে গেছে। জানালার গ্লাস ভাঙা। অনেক জালানার অর্ধেক আছে আর বাকি অর্ধেক নেই।
এ সময় এসব বাস দ্রুত মেরামত করতে বিআরটিসি চেয়ারম্যানকে নির্দেশ দেন তিনি।
বিআরটিসি চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এহসান ই এলাহী, বিআরটিসির পরিচালক হামিদুর রহমান প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।