উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে

নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে ‘উন্নয়নের মহাসড়কে অভিবাসীরা সবার আগে’ এই স্লোগানে র‍্যালি করেছে বিভিন্ন সংগঠন।

রোববার সকাল সাড়ে ৮টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয় সংসদ ভবনের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গিয়ে শেষ হয়।

এতে প্রবাসী কল্যাণ ব্যাংক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট আ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা), ওয়েস্ট্রান ইউনিয়ন, বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দারুস-সালাম ঢাকা, বাংলাদেশ অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশনসহ প্রায় ১০টি সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেয়।

বেকারত্ব দূর করি বিদেশে গিয়ে চাকরি করি, প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠাব, কর্মসংস্থান বৃদ্ধি করব, নিরাপদ অভিবাসন নারী শ্রমিকের অধিকার, আলোকিত প্রবাস জীবন হোক আমাদের অঙ্গিকার এমন সব স্লোগান দেওয়া হয় র‌্যালি থেকে। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি উপস্থিত ছিলেন।