
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিলেন ৪২ হাজার ৭৩৪ জন। উত্তীর্ণ হয়েছে ২৬ হাজার ৯২৫ জন শিক্ষার্থী। পাশের হার ৬৩ দশমিক শূন্য ১। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে ১৪ হাজার ৬২ ছাত্র জন এবং ১২ হাজার ৮৬৩ জন ছাত্রী।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিএ/বিএসএস পরীক্ষা-২০১৬ এর প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সিমেস্টার পরীক্ষার বিষয়ভিত্তিক ও চূড়ান্ত ফল ৩ জানুয়ারি প্রকাশিত হয়েছে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের সিজিপিএ www.bou.edu.bd অথবা bou.ac.bd এবং Semester/Detail Result- exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে। এ ছাড়াও এসএমএসের মাধ্যমে চূড়ান্ত ফলাফল পাওয়ার জন্য boustudent ID (11digits without any space, for example 13023810001) লিখে বাংলালিংক এ ২৭০০ এবং অন্যান্য মোবাইলফোন অপারেটরে ২৭৭৭ এ এসএমএস পাঠাতে হবে।
বৃহস্পতিবার বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আবুল কাসেম শিখদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।