
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মানবসেতু তৈরি করে ছাত্রের পিঠে হেঁটে যাওয়ার ঘটনায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারীকে দায়ী করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কাছে তদন্ত প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি।
একই ঘটনায় উপজেলা চেয়ারম্যান ছাড়াও হাইমচর নীলকমল স্কুলের স্ট্যান্ডিং কমিটির সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী এবং প্রধান শিক্ষক মোশারফ হোসেনকেও ঘটনার জন্য দায়ী করা হয়েছে।
সোমবার রাতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দা সারোয়ার জাহান।
এর আগে ঘটনা তদন্তে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন সারোয়ার জাহানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার সারোয়ার জাহান রাইজিংবিডিকে জানান, তদন্ত কমিটি চাঁদপুর ঘটনাস্থলে গিয়ে পুরো ঘটনা তদন্ত করেছে। আমরা ঘটনাটি সংগঠিত হওয়ার প্রমাণ পেয়েছি। ঘটনার জন্য উপজেলা চেয়ারম্যান, স্কুলের প্রধান শিক্ষক এবং স্কুলের স্ট্যান্ডিং কমিটির সভাপতিকে দায়ী করা হয়েছে। তদন্ত প্রতিবেদন বিভাগীয় কমিশনারকে জমা দেওয়া হয়েছে।
সারোয়ার জাহান জানান, তদন্ত চলাকালে উপজেলা চেয়ারম্যান তদন্ত কমিটির কাছে ছাত্রের পিঠে চড়ায় ভুল স্বীকার করে একটি চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন।