
নিজস্ব প্রতিবেদক : উপজেলা পরিষদের তিনটি সাধারণ নির্বাচনে ৪৮.৩৩ শতাংশ এবং পৌরসভার উপ-নির্বাচনসমূহে ৬৪.৪৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মঙ্গলবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ৬ মার্চ শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে তিনটি উপজেলা পরিষদের সাধারণ ও ১১টি উপজেলা পরিষদের এবং ৪টি পৌরসভার বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরো জানান, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে নির্বাচনী এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্য নিয়োগ করা হয়। এ ছাড়া, নির্বাচনী এলাকায় র্যাব, বিজিবি, পুলিশ ও কোস্টগার্ডের পর্যাপ্ত সংখ্যক মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়। নির্বাচনী এলাকায় অপরাধের তাৎক্ষণিক বিচারের জন্য নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। নির্বাচনপূর্ব সময়ে প্রধান কমিশনারসহ নির্বাচন কমিশনাররা বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
এ সময় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, মাঠ প্রশাসন, প্রার্থী ও রাজনৈতিক দলসমূহের সাথে মতবিনিময় করেন। তারা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সাধারণ নির্বাচন হয়েছে সিলেটের ওসমানী নগর, খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে- বাগেরহাটের মোরেলগঞ্জ, সাতক্ষীরার কলারোয়া, কিশোরগঞ্জের হোসেনপুর, নীলফামারীর জলঢাকা, পাবনার ঈশ্বরদী, নাটোরের বড়ইগ্রাম, পাবনার সুজানগর, কুমিল্লার আদর্শ সদর, পটুয়াখালীর রাঙ্গাবালি, বরিশালের গৌরনদী ও বানারীপাড়া উপজেলায়।
এ ছাড়া উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে- টাঙ্গাইলের সখীপুর, পটুয়াখালীর গলাচিপা, রাজশাহীর আড়ানী, বগুড়ার শেরপুর পৌরসভায়।