উপদেষ্টাদের সংস্কারের অধিকার কে দিয়েছে— প্রশ্ন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপনের

বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু কিছু উপদেষ্টা সংস্কারের পরে নির্বাচন দেয়ার কথা বলছেন। সংস্কারের ম্যান্ডেট আপনাদের কে দিয়েছে? দেশে যা সংস্কার করা দরকার তা রাজনৈতিক সরকার করবে।

শনিবার (১৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ৩১ দফার মাধ্যমে অনেক আগেই সংস্কারের রূপরেখা দেয়ার কথাও তখন মনে করিয়ে দেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপির পক্ষ থেকে যে ৩১ দফা দেয়া হয়েছে, এর বাইরে তো নতুন কোনো দফা নেই। যদি কোনো দফা থাকে তাহলে দেশ, জনগণ ও গণতন্ত্রের স্বার্থে তা করা হবে। কিন্তু সংস্কারের নামে বি-রাজনীতিকরণের চেষ্টা করা হলে সেটা মেনে নেয়া হবে না, প্রতিহত করা হবে।

বিএনপির এ নেতা তার বক্তব্যে উল্লেখ করেন, গণঅভ্যুত্থানের পরে যে সরকার এসেছে তা জনগণের সরকার। নির্বাচিত সরকার না হলেও তাদের প্রতি জনগণের সমর্থন রয়েছে। কারণ, এটি জনগণ সংগঠিত করেছে। তবে জনগণের সরকারেরও একটা সীমা রয়েছে, দীর্ঘদিন ধরে একটা অনির্বাচিত সরকার থাকতে পারে না। এ ধরনের সরকারের অনেক বিপদ থাকে, যার মধ্যে কিছু কিছু আমরা ইতোমধ্যে দেখতে পেয়েছি।

আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। শেখ হাসিনার অপরাধের সমর্থনদাতা পেশাজীবিদের ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

এছাড়া, যারা সরাসরি গুম-খুনে সম্পৃক্ত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে বলেও দাবি তোলেন বিএনপির এ নেতা।