উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক :

উভয় পুঁজিবাজারে মূল্য সূচকের পতনে লেনদেন চলছে। তবে লেনদেনে ঊর্ধ্বগতি রয়েছে।

 

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ১৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৮৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৫টি কোম্পানির। আর দর কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

 

এই সময়ে ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৫৫১ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১০৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭৪৮ পয়েন্টে।

 

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৯৮২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ১৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছ ৩৯টির।