
অর্থনৈতিক প্রতিবেদক: সপ্তাহের প্রথম দুই দিনের পতন কাটিয়ে মঙ্গলবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। দুই বাজারেই মূল্য সূচকের উত্থান হয়েছে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, জুন ক্লোজিং সম্পন্ন হওয়া প্রায় ৬০টিরও বেশি কোম্পানি বুধ, বৃহস্পতি ও রোববার সম্মিলিতভাবে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু কোম্পানিগুলো প্রান্তিকে আশানুরুপ ইপিএস ভাল না হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শেয়ার বিক্রি করে বেরিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তাই সোমবার সকাল থেকেই সেল প্রেসারে সূচকের পতন হচ্ছিল। এমনকি সারাদিন একই ধারা অব্যাহত থাকে। তবে মঙ্গলবার তার ধাক্কা সামলেছেন বিনিয়োগকারীরা।
এর ফলে মঙ্গলবার প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তায় দেশের উভয় বাজারে সূচকের উত্থান ঘটেছে। দিনের শুরু থেকেই বাড়তে থাকে সূচক। এদিন লেনদেনের শুরু থেকে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার ক্রয়ের আগ্রহ থাকলেও আড়াই ঘণ্টা পর স্বল্পমেয়াদি বিনিয়োগকারীদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়। এরপর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার কেনার প্রবণতায় শেষ দিকে টানা বাড়তে থাকে সূচক। আর স্বল্পমেয়াদি মুনাফালোভী বিনিয়োগকারীদের হার মানতে হয় তাদের কাছে। এর জেরেই দেশের উভয় বাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার সূচকের পাশাপাশি বেড়েছে বেশীরভাগ কোম্পানির শেয়ার দর। আর টাকার অংকে ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা গতি পেয়েছে। আজ দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি টাকা।
দিনশেষে ডিএসইতে ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৬৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১৮ পয়েন্টে এবং ডিএসই সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৯ কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬৪৫ কোটি ৫৬ লাখ ৭৫ হাজার টাকা।
এর আগে সোমবার ডিএসইর ব্রড ইনডেক্স ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪৬৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করে ১১১৭ পয়েন্টে এবং ডিএসই সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১৭৪৬ পয়েন্টে। ওই দিন লেনদেন হয়েছে ৬৪৪ কোটি ১১ লাখ ৯৬ হাজার টাকার। সে হিসেবে মঙ্গলবার ডিএসইতে লেনদেন বেড়েছে ২ কোটি ৪৪ লাখ ৭৯ হাজার টাকা।
দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫২৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। মঙ্গলবার সিএসইতে মোট লেনদেন হয়েছে ৪০ কোটি ৩৪ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার।