
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মোঃ আশিক মিয়া(৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ফুটানিপাড়া এলাকার শহিদুল ইসলামের পুত্র।
জানা গেছে, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ফুটানিপাড়া এলাকায় ১০০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ আশিক মিয়াকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার(১১ মে) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।