
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ২০১২ সালের চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার গুনাইগাছ কাঁঠালবাড়ি এলাকার দেলদার আলীর পুত্র।
পুলিশ জানায়, উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে গত ২০১২ সালে আব্দুল মজিদ ও মোক্তার আলী নামে দু’জন খুন হয়। সেই সময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে কিছুদিন পরপর অবস্থান পরিবর্তন করে আসছিল। উলিপুর থানা পুলিশ বিভিন্ন কৌশলে গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। শনিবার(১৯ আগস্ট) রাতে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র্যাবের সহায়তায় হারুনুর রশিদকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।
রোববার(২০ আগস্ট) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা বলেন, জোড়া খুন মামলার পলাতক আসামীকে উলিপুর থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।