উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ২ 

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সরঞ্জামসহ মোঃ মাসুদ (৩৫) ও মোঃ ঈমান আলী (৫০) নামের দুই জুয়ারুকে আটক করেছে পুলিশ।
আটক মাসুদ বাকারা মধুপুর দালালীপাড়া গ্রামের বেলাল হোসেনের পুত্র। এবং ঈমান আলী গোড়াই মিয়াজীপাড়া গ্রামের দছির উদ্দিনের পুত্র।
জানা গেছে, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উলিপুর থানার এসআই শাহালমের নেতৃত্বে সংগীয় ফোর্স অভিযান চালিয়ে ধরনীবাড়ী ইউনিয়নের মাঝবিল বাজারের দোলায় একটি বাঁশঝাড় থেকে জুয়া খেলার সরঞ্জামসহ মোঃ মাসুদ ও মোঃ ঈমান আলীকে আটক করা হয়।
সোমবার(৩১ জুলাই) বিকালে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দু’জনের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।