
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দুই গরু চোরকে হাতেনাতে আটক করেছে এলাকাবাসী। এরপর জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশের সহায়তায় চুরি হওয়া গরুসহ দুইজনকে থানায় নেয়া হয়। ঘটনাটি ঘটেছে, সোমবার (০৫ জুলাই) রামদাস ধনিরাম হাজীপাড়া গ্রামে। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মামলা করলে পুলিশ ওই জনকে মঙ্গলবার (০৬ জুলাই) বিকালে আদালতে প্রেরণ করেন।
গরুর মালিক ও এজাহার সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম হাজীপাড়া গ্রামের কবির উদ্দিনের পুত্র গরুর মালিক হামিদুর রহমান (৩৬) সোমবার গভীররাতে তার গোয়াল ঘরে থাকা গরুর ডাক (চিৎকার) শব্দ শুনে সেখানে গিয়ে দেখতে পান ৫টি গরুর মধ্যে ১টি গরু নেই। এ সময় তিনি প্রতিবেশিদের ডেকে বিষয়টি জানান। ওই রাতেই প্রতিবেশিদের সঙ্গে নিয়ে আশ পাশের এলাকায় গরু খোঁজা খুঁজি শুরু করেন। এরপর বাড়ি থেকে ৫শ গজ দুরে পাশ্ববর্তী বজরা ইউনিয়ন গামী রাস্তায় মানুষের কথা বার্তা শুনতে পেয়ে এগিয়ে গিয়ে টর্চলাইটের আলোতে দেখতে পান কয়েকজন একটি গরু নিয়ে পাকা রাস্তায় অপেক্ষা করছে।
এ সময় স্থানীয়রা এগিয়ে গিয়ে গরুসহ দুইজনকে আটক করলেও আরো কয়েকজন দৌড়ে পালিয়ে যান। পরে আটকৃতদের কাছ থেকে জানতে পারেন তারা গাড়িতে করে গরুটি অন্যত্র সরিয়ে নেয়ার জন্য তারা অপেক্ষা করছিল। পরে এলাকাবাসী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করলে উলিপুর থানা পুলিশ চুরি হওয়া গরুসহ ওই দুইজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা হলেন, পৌরসভার রামদাস ধনিরাম হাজীপাড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে কামরুল ইসলাম (৪২) ও ফজল উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (১৯)। এ ঘটনায় গরুর মালিক হামিদুর রহমান বাদী হয়ে সোমবার রাতে আটক দুইজনসহ নামীয় চারজন ও অজ্ঞাতনামা ৩-৪ জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগে মামলা দায়ের করেন (মামলা নং-৫)। হামিদুর রহমান জানান, উদ্ধার হওয়া গরুটির মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, গরুচুরির ঘটনায় উদ্ধারকৃত গরুর মালিক বাদী হয়ে মামলা করেছেন। আটক দুই ব্যক্তিকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।