
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো. শহিদুল আলম(৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উলিপুর পৌরসভার পূর্ব শিববাড়ি খালিভিটা এলাকার আব্দুল হকের পুত্র।
পুলিশ জানায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আজিজুল হাকিম, এএসআই সোহাগ পারভেজ, কং হারুন অর রশীদ অভিযান চালিয়ে পৌরসভার পূর্ব শিববাড়ি খালিভিটা এলাকার নিজ বাড়ী থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শহিদুল আলমকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা বলেন, আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।