অমিত মল্লিক, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন-২০২৫ সম্পন্ন হয়েছে। গত ২৩ ডিসেম্বর (মঙ্গলবার) অত্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাজারের ব্যবসায়ী ও ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনভর এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে।
নির্বাচনের ফলাফল
নির্ধারিত সময় শেষে ভোট গণনা করে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। ফলাফল অনুযায়ী বিজয়ীরা হলেন:
• সভাপতি: শেখ মোঃ আকমল হোসেন তালুকদার (ছাতা প্রতীক) ১৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আব্দুল লতিফ (চেয়ার প্রতীক) পেয়েছেন ৯৮ ভোট।
• সাধারণ সম্পাদক: হৃদয় আহমদ সদর (আনারস প্রতীক) ১৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ সাহাব উদ্দিন সিদ্দিকী (তালা-চাবি প্রতীক) পেয়েছেন ১১৬ ভোট।
• সহ-সভাপতি: সেলিম আহমদ (মোরগ প্রতীক) ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল মন্নান (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৩০ ভোট।
• সহ-সাধারণ সম্পাদক: শেখ মোঃ তামিম (মাছ প্রতীক) ১১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
• সাংগঠনিক ও প্রচার সম্পাদক: জুয়েল মিয়া (চশমা প্রতীক) ১৬০ ভোট পেয়ে জয়লাভ করেন।
• অর্থ সম্পাদক: শাহ মোঃ ছালেক আহমদ (হাতি প্রতীক) ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন।
• সহ-অর্থ সম্পাদক: রুবেল আহমদ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)।
• দপ্তর ও ক্রীড়া সম্পাদক: আব্দুস সামাদ তালুকদার (ফুটবল প্রতীক) ১৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
• সদস্য (৩ জন): করিম বিন হামিদ (২০২ ভোট), শাহ হাবিবুর রহমান লিকন (১৭৭ ভোট) এবং শেখ জয়নুল ইসলাম সিদ্দিকী (১৭৩ ভোট)।
নির্বাচন পরিচালনা ও পর্যবেক্ষক
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আব্দুস সামাদ। তাঁকে সহযোগিতা করেন সহকারী নির্বাচন কমিশনার শামীম খান ও টুকন বিশ্বাস।
নির্বাচন চলাকালীন উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে শৃঙ্খলা বজায় রাখতে ভূমিকা রাখেন শেখ সাইদুল ইসলাম পাখি (ভারপ্রাপ্ত চেয়ারম্যান), আব্দুল মোনায়েম ঝুরু, মশাহিদ খান প্রমুখ। এছাড়াও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, কুলাউড়া থানা পুলিশ এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ভবিষ্যৎ পরিকল্পনা
নবনির্বাচিত কমিটি বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের অধিকার রক্ষা এবং একটি আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাজারের সাধারণ ব্যবসায়ীরা নতুন নেতৃত্বের ওপর আস্থা প্রকাশ করেছেন।


