উড়ন্ত গাড়ি ‘ক্যাডিলাক’ উন্মোচন করতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান-জেনারেল মোটরস। প্রতিষ্ঠানটি জানায়, গাড়িটি শহরের এক ছাদ থেকে অন্য ছাদে ভ্রমণে সক্ষম।
ক্যাডিলাক নামে ভবিষ্যত প্রজন্মের স্বয়ংক্রিয় এই গাড়িটি আবাসিক ভবনের ছাদে সহজেই অবতরণে সক্ষম, যা চলাচল করবে মূল সড়কের ওপর দিয়ে।
ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম সম্পূর্ণ অটোনোমাস প্রযুক্তিসম্পন্ন এই বৈদ্যুতিক গাড়িতে থাকবে একটি ৯০ কিলোওয়াট মোটর, ব্যাটারি প্যাক এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন ৪টি রোটোর ইঞ্জিন।
কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটির সামনে ও পেছনে উভয়পাশে থাকবে দরজা, কাঁচের প্যানারোমিক ছাদ এবং কেবিনে থাকবে লাউন্জ সিটিং এর সু-ব্যবস্থা। তাই আমরা বলতেই পারি, ক্যাডিলাক হবে ভবিষৎ প্রজন্মের একটি চমৎকার উড়ন্ত গাড়ি।
ক্যাডিলাক সম্পূর্ণ পরিবেশবান্ধব এবং এটি বায়ু চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না বলেও জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস কর্তৃপক্ষ।