আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ অপ্রয়োজনীয়। তারা পারমাণবিক কর্মসূচি বাদ দেওয়ার পরিবর্তে ঘাস খাওয়াকে বেছে নেবে। মঙ্গলবার চীনের শিয়ামেনে ব্রিকস সম্মেলনে তিনি এ কথা বলেন।
সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে উত্তর কোরিয়ার ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরিপ্রেক্ষিতে পুতিন এ কথা বললেন।
পুতিন বলেছেন, ‘সামরিক তর্জনগর্জন’ বাড়ানো বিশ্বকে বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। কূটনীতিই একমাত্র সমাধান।
উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের পরীক্ষাকে প্ররোচণামূলক আখ্যা দিলেও পুতিন বলেন, ‘যে কোনো ধরণের নিষেধাজ্ঞাই এখন অপ্রয়োজনী ও অকার্যকর। নিজেদেরকে নিরাপদ বোধ না করার আগ পর্যন্ত তারা পারমাণবিক পরীক্ষা বাতিলের পরিবর্তে ঘাস খাওয়াকে পছন্দ করবে। কোন বস্তু নিরাপত্তা প্রতিষ্ঠা করতে পারে? আন্তর্জাতিক আইনের পুনঃপ্রতিষ্ঠা। আমাদের উচিৎ স্বার্থসংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনাকে উৎসাহিত করা।’
মানবিক বিষয় বিবেচেনায় রাখার আহ্বান জানিয়ে পুতিন বলেন, কঠোর পদক্ষেপের ফলে লাখ লাখ লোককে ভুগতে হবে।