
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগোর বুলস বাস্কেটবল তারকা ডেনিস রোডম্যান মঙ্গলবার সকালে উত্তর কোরিয়ায় পৌঁছেছেন।
যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে যখন হুমকি-ধামকি চলছে, তখন রোডম্যানের সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি হয়ে এ সফর করছেন?
সঠিক কোনো উত্তর না পাওয়া গেলেও যে বিষয়টি সামনে আসছে, তা হলো- সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে গোপন যোগাযোগ গড়ে তোলার যে ইঙ্গিত দিয়েছেন, রোডম্যানের সফর তার অংশ হতে পারে বৈকি।
রোডম্যানের সফর নিয়ে আরো যেসব বিষয় আলোচিত হচ্ছে, তার মধ্যে রয়েছে- তিনি হয়তো সম্প্রতি উত্তর কোরিয়ায় গ্রেপ্তার হওয়া চার মার্কিন নাগরিকের মুক্তির বিষয়ে আলোচনা করবেন। ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমনের দৃশ্যত গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে মনে করা হচ্ছে একে।
ট্রাম্প তার ‘সেলেব্রিটি অ্যাপ্রেনটিস’ শোতে দু্ইবার বাস্কেটবল খেলোয়াড়দের ডেকেছেন। বাস্কেটবলের প্রতি তার আকর্ষণ রয়েছে।
উত্তর কোরিয়ার শাসক কিম জং-উনকে সম্প্রতি ‘স্মার্ট কুকি’ বলে অভিহিত করেছেন ট্রাম্প এবং তার সঙ্গে সাক্ষাৎ করতে পারলে সম্মানিত বোধ করবেন বলে উল্লেখ করেন।
উত্তর কোরিয়ার সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় যুক্ত অনেকে বলেছেন, উত্তর কোরিয়াকে গোপন চ্যানেলে বেশ কিছু প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। দেশটির সঙ্গে গোপন যোগাযোগ চ্যানেল গড়ে তোলার চেষ্টা করছে তারা। উত্তর কোরিয়াবিষয়ক বিশেষজ্ঞ ও প্রাক্তন কর্মকর্তাদের মাধ্যমে ওয়াশিংটন ও পিয়ংইয়ংয়ের মধ্যে যোগাযোগের যে সাধারণ প্রথা ছিল, তা আর চাইছেন না ট্রাম্প। তিনি তার প্রতিনিধিদের মাধ্যমে উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি কিন্তু গোপন যোগাযোগ গড়ে তুলতে চাইছেন।
রোডম্যানের সফর ট্রাম্পের এ পরিকল্পনার অংশ কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোডম্যানের সহকারী জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়া সফরের বিষয়ে কথা বলেছিলেন তিনি।
রোডম্যানের সফর নিয়ে মন্তব্যের জন্য অনুরোধ করা হলেও সাড়া দেয়নি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তারা অন্য গণমাধ্যমকে জানিয়েছে, ব্যক্তিগত ব্যবস্থায় উত্তর কোরিয়া সফর করছেন তিনি।