নিজস্ব প্রতিবেদক : ঋতুচক্র চলাকালে কিশোরীদের গোপনীয়তা, লজ্জা, ভয় ও জড়তা দূর করাই প্রথম পদক্ষেপ বলে মন্তব্য করেছেন বক্তারা। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ২০১৬ উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তারা। বক্তারা বলেন, কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা সম্পর্কে জানা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আছে। এই অধিকার প্রতিষ্ঠায় প্রথম পদক্ষেপ হবে ঋতুচক্র চলাকালে গোপনীয়তা, লজ্জা, ভয় ও জড়তা দূর করা। তারা বলেন, মাসিক বা ঋতুচক্র চলাকালে কিশোরীদের পুষ্টি চাহিদা, পরিচ্ছন্নতা, বিশ্রাম ইত্যাদির দিকে বাবা-মার খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এ বিষয়টি আমরা কিশোরীদের কাছে খোলাসা করি না। এ কারণে তারা জরায়ু ক্যান্সারসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে।
কিশোরীদের ঋতুচক্র বিষয়টি খোলাসা করতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন বক্তারা। সংবাদ সম্মেলনে ছিলেন, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০১৬ উদযাপন জাতীয় কমিটির সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক ফেরদৌস আরা রুমি, আসিফ ইকবাল, তাহমিনা সোহানা প্রমুখ।