এআই ছবি দিয়ে হেনস্তা, প্রতিবাদ জানিয়ে যা বললেন রাশেদ খাঁন

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি গণ পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনকে মারধর ও পরকীয়ার অভিযোগে আটক করা হয়েছে বলে একাধিক ছবি ও দাবি ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবি সম্পূর্ণ মিথ্যা।

এই মিথ্যা দাবির বিপক্ষে নিজেই এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন রাশেদ। তিনি জানান, একটি মহল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে এমন নোংরা খেলায় মেতে উঠেছে।

প্রকৃত ঘটনা হলো, ২০২২ সালে রাশেদ খাঁনকে ছাত্রলীগের নেতাকর্মীরা মারধর ও তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এই ঘটনা নিয়ে তার ফেসবুক পেজে ২৬ সেপ্টেম্বর ২০২২ সালে একটি পোস্ট করা হয়েছিল, যেটির সঙ্গে ভাইরাল ছবির মিল রয়েছে। পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নেত্রকোনায় জেলা ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল।

সেই সময়ের একটি প্রতিবেদনে গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফও এ ঘটনার বর্ণনা দেন। এছাড়া রাশেদ খাঁনের ব্যক্তিগত ফেসবুক ভিডিওতে এই মারধর বা পরকীয়ার অভিযোগকে গুজব হিসেবে উল্লেখ করেছেন।

ভাইরাল ছবিটি আসলে ভুয়া এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে। ছবিটির নিচের ডান কোণে গুগলের জেমিনি এআইয়ের জলছাপ দেখা যায়। গুগলের সিন্থআইডি (SynthID) প্রযুক্তি এই ধরনের এআই তৈরি ছবি, ভিডিও বা অডিওতে অদৃশ্য ওয়াটারমার্ক সংযুক্ত করে, যা বিশেষ প্রযুক্তি ব্যবহার করলে শনাক্ত করা যায়। জেমিনিতে পরীক্ষা করলে ছবিটি গুগলের এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদিত হওয়া প্রমাণিত হয়েছে।

সারসংক্ষেপে, রাশেদ খাঁনকে মারধর বা পরকীয়ার অভিযোগে আটক করা হয়েছে এমন দাবি সম্পূর্ণ ভুয়া এবং সামাজিক মাধ্যমে প্রচারিত ছবিটি এআই প্রযুক্তি দিয়ে তৈরি।